স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন

স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন
স্তূপ পর্বতের পাশেই গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় কেন?
মহীভাবক ভূ-আলোড়নের টান ও সংকোচন বলের জন্য ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। পাশাপাশি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে অথবা দু-পাশের অংশ দুটি বসে যেতে পারে। এর ফলে মধ্যবর্তী উত্থিত ভূমিভাগকে স্তূপ পর্বত এবং পার্শ্বের অবনমিত অংশটিকে গ্রন্ত উপত্যকা বলে। যেমন-ভারতের সাতপুরা পর্বতের উভয় পাশে নর্মদা ও তাপ্তী নদীর গ্রস্ত উপত্যকা অবস্থিত। অন্যদিকে, যদি দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় অথবা দু-পাশের অংশ দুটি উত্থিত হয়ে যায়, তখন মধ্যবর্তী বসে যাওয়া অংশে গ্রস্ত উপত্যকা এবং দু-পাশের উত্থিত অংশে স্তূপ পর্বত সৃষ্টি হয়। যেমন—ইউরোপের রাইন নদীর (গ্রস্ত উপত্যকার) দু-পাশে ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তূপ পর্বত অবস্থান করছে। সুতরাং বলা যায়, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সবসময় পাশাপাশি অবস্থান করে।

Leave a Comment