সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় চিত্রসহ ব্যাখ্যা করো। নিউক্লিওলার অরগানাইজার রিজিয়ন কী? |
সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের হয়, যথা- (i) টেলোসেন্ট্রিক অর্থাৎ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের শেষপ্রান্তে অর্থাৎ টেলোমিয়ার অঞ্চলে অবস্থান করে, (ii) অ্যাক্রোসেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যখন টেলোমিয়ার অঞ্চলের কাছাকাছি স্থানে অবস্থান করে। (iii) মেটাসেন্ট্রিক অর্থাৎ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝামাঝি অঞ্চলে অবস্থান করে, (iv) সাবমেটাসেন্ট্রিক অর্থাৎ সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মধ্যবর্তী অঞ্চলের নিকটে অবস্থান করে। সেন্ট্রোমিয়ারবিহীন ক্রোমোজোমকে অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলে।
নিউক্লিওলার অরগানাইজার রিজিয়ন
ক্রোমোজোমের গৌণ খাঁজের সাথে সর্বদা নিউক্লিওলাস সংযুক্ত থাকতে দেখা যায়। তাই গৌণ খাঁজকে নিউক্লিওলার অরগানাইজার রিজিয়ন (NOR) বলে। স্যাট ক্রোমোজোমকে নিউক্লিওলার অরগানাইজার ক্রোমোজোম বা (NOC) বলা হয়। ক্রোমোজোমের NOR-অঞ্চলে অসংখ্য কপি জিন থাকে যেগুলি রাইবোজোমাল RNA (r-RNA) উৎপাদন করে।