সুষুম্নাকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো

সুষুম্নাকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো
সুষুম্নাকাণ্ডের গঠন ও কাজ সংক্ষেপে বর্ণনা করো।

সুষুম্নাকাণ্ডের অবস্থান

সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের নিউর‍্যাল ক্যানেলের মধ্যে অবস্থিত।

গঠন

সুষুম্নাশীর্ষকের পশ্চাদ্ভাগ থেকে শুরু করে প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত ফাঁপা স্নায়ুদণ্ড বিশেষ। এটি দৈর্ঘ্যে প্রায় 45 cm এবং গড় ব্যাস 1.25 cm মতো হয়। এটি করোটির মহাবিবর দিয়ে নির্গত হয়ে মেরুদণ্ডের কশেরুকাগুলির নিস্টর‍্যাল ক্যানেলের মধ্য দিয়ে বিস্তৃত থাকে। সুষুম্নাকাণ্ডটি পৃষ্ঠ ও অঙ্কীয় নালি দিয়ে দুটি অর্ধাংশে বিভক্ত। সুষুম্নাকাণ্ডটি মোট 31 টি খণ্ডক নিয়ে গঠিত। প্রতিটি খণ্ডক থেকে একজোড়া করে সুষুম্নাস্নায়ুর উৎপত্তি হয়েছে। সুষুম্নাকাণ্ডের শেষপ্রান্ত কিছুটা শাঙ্কবাকার এবং ক্রমশ ছুঁচোলো। এই অংশকে কোনাস মেডুলারিস (conus medularis) বলে। এর শেষপ্রান্তে ফাইলাম টারমিনেল (filum terminale) নামক সূত্রাকার অংশ যুক্ত থাকে। সুষুম্নাকাণ্ডের কেন্দ্রে ধূসর পদার্থ এবং পরিধির দিকে শ্বেত পদার্থ থাকে।

কাজ (Functions)

সুষুম্নাকাণ্ড নিম্নলিখিত কাজগুলি সম্পন্ন করে-

(i) সুষুম্নাকাণ্ড বিভিন্ন প্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে।

(ii) সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক থেকে স্নায়ু-উদ্দীপনা গ্রহণ করে পেশি ও আন্তরযন্ত্রীয় অঙ্গ-প্রত্যঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করে।

Leave a Comment