সাইটোকাইনিনের কাজগুলি উল্লেখ করো

সাইটোকাইনিনের কাজগুলি উল্লেখ করো
সাইটোকাইনিনের কাজগুলি উল্লেখ করো।

সাইটোকাইনিনের কাজ

(i) সাইটোকাইনিন/কাইনিন কোশ বিভাজনে সক্রিয় অংশগ্রহণ করে।

(ii) সাইটোকাইনিন উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে। তাই একে রেজুভিনোটিং হরমোনও বলা হয়।

(iii) মুকুল উৎপাদনে এবং কলমের ক্ষেত্রে মূলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে সাইটোকাইনিন।

(iv) অগ্র মুকুলের অবাধ বৃদ্ধি রোধ করে ও কাক্ষিক মুকুলের বৃদ্ধি ও পরিস্ফুটনে সাহায্য করে। তাই কাইনিনকে অ্যান্টিঅক্সিন বলা হয়।

(v) এই হরমোন বিচ্ছিন্ন পাতায় ক্লোরোফিল বিনষ্টকরণকে বিলম্বিত করে (Richmond Lang effect) |

(vi) প্রোটিন সংশ্লেষ: RNA-র সঙ্গে রাইবোজোমের সংযুক্তিসাধনের মধ্য দিয়ে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে।

(vii) গৌণ বৃদ্ধি নিয়ন্ত্রণ: মটর উদ্ভিদে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের সক্রিয়তা বাড়ানোর মাধ্যমে গৌণ বৃদ্ধিতে সাহায্য করে।

(viii) ভূণের পরিস্ফুরণ: ভূণের সঠিক পরিস্ফুটনে সাহায্য করে।

Leave a Comment