সাইটোকাইনিনের উৎস এবং ভূমিকা উল্লেখ করো। |
সাইটোকাইনিনের উৎস
সাইটোকাইনিনের প্রধান ভূমিকাগুলি হল
① কোশ বিভাজন ঘটানো (Promotes cell division) : সাইটোকাইনিন উদ্ভিদের কোশ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গুটম্যান (Guttman, 1956)-এর মতে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোশ বিভাজন ঘটে। ব্রাউন ও উড (Brown and Wood, 1967) নয়নতারা উদ্ভিদে সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার কলা সৃষ্টি করেন। তামাক গাছে সাইটোকাইনিন ও অক্সিন একত্রে প্রয়োগ করলে কোশ বিভাজন দ্রুত হয়।
② পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো (Promotes lateral bud) : সাইটোকাইনিন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। তাই গাছের শাখাপ্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে।
③ পত্রমোচন বিলম্বিত করা (Delay leaf senescence) : সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। ফলে গাছ অনেকদিন চির সবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয়।