সপুষ্পক উদ্ভিদের যৌন জনন অঙ্গের চিত্রসহ বর্ণনা দাও। অথবা, ফুলের গঠনগত অংশগুলি কী কী? তাদের সংক্ষিপ্ত বিবরণ দাও। |
সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হল ফুল (flower)। পুংকেশর ফুলের পুংজনন অঙ্গ এবং গর্ভকেশর ফুলের স্ত্রী জনন অঙ্গ।
একটি সম্পূর্ণ ফুলের চারটি অংশ থাকে, যথা-বৃতি, দলমণ্ডল, পুংকেশরচক্র বা পুংস্তবক এবং গর্ভকেশরচক্র বা স্ত্রীস্তবক।
1. বৃতি (Calyx): এটি ফুলের প্রথম স্তবক এবং সবুজ বর্ণের হয়। বৃতির প্রতিটি অংশকে বৃত্যংশ (sepal) বলে। বৃতি ফুলের বিভিন্ন অংশগুলিকে রক্ষা করে।
2. দলমণ্ডল (Corolla): এটি ফুলের দ্বিতীয় স্তবক। এটি সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। এর এক-একটি অংশকে দল বা পাপড়ি (petal) বলে। দল উজ্জ্বল বর্ণের সাহায্যে পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আর্কষণ করে।
3. পুংকেশরচক্র বা পুংস্তবক (Androecium): এটি ফুলের পুংজনন অঙ্গ (male reproductive part)। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর (stamen) বলে। প্রতিটি পুংকেশর পুংদণ্ড (filament) ও পরাগধানী (anther) নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙের পরাগরেণু উৎপন্ন হয়।
3. পুংকেশরচক্র বা পুংস্তবক (Androecium): এটি ফুলের পুংজনন অঙ্গ (male reproductive part)। পুংস্তবকের প্রতিটি অংশকে পুংকেশর (stamen) বলে। প্রতিটি পুংকেশর পুংদণ্ড (filament) ও পরাগধানী (anther) নিয়ে গঠিত। পরাগধানীর মধ্যে হলুদাভ রঙের পরাগরেণু উৎপন্ন হয়।
4. গর্ভকেশরচক্র বা স্ত্রীস্তবক (Gynoecium): এটি ফুলের স্ত্রীজনন অঙ্গ। স্ত্রীস্তবকের এক-একটি অংশকে গর্ভপত্র (carpel) বা গর্ভকেশর (pistil) বলে। প্রতিটি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত, যথা-গর্ভমুণ্ড (stigma), গর্ভদণ্ড (style) এবং গর্ভাশয় বা ডিম্বাশয় (ovary)। ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক (ovule) থাকে। প্রত্যেক ডিম্বকের মধ্যে ডিম্বাণু (egg) থাকে।