শ্রেণি সাইক্লোস্টোমাটা-র শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও। |
শ্রেণি সহিক্লোস্টোমাটা (Cyclostomata)-র মুখ্য শনাক্তকারী বৈশিষ্ট্য
(i) দেহগঠন: দেহ লম্বাকৃতি, লেজ চ্যাপটা প্রকৃতির হয়। অন্তঃকঙ্কাল তরুনাস্থিযুক্ত।
(ii) করোটি ও মুখছিদ্র : করোটি তরুণাস্থিবিশিষ্ট ও গোলাকার মুখছিদ্র বর্তমান। মুখছিদ্রে কর্ষিকা, চোষক ইত্যাদি উপস্থিত থাকে।
(iii) আঁশ: এদের দেহ আঁশবিহীন হয়। দেহে মিউকাস গ্রন্থি থাকে।
(iv) দাঁত: এদের মুখের ভিতরে এবং জিহ্বার ওপরে দাঁত থাকে।
(v) পাখনা: দেহে অঙ্কীয় পৃষ্ঠীয় পুচ্ছ পাখনা উপস্থিত।
(vi) স্পর্শেন্দ্রিয়রেখা: দেহে লম্বালম্বিভাবে স্পর্শেন্দ্রিয় রেখা বর্তমান।
(vii) শ্বাসঅঙ্গ: 6-14 জোড়া ফুলকা, ফুলকাছিদ্র উপস্থিত।
উদাহরণ: ল্যামপ্রে পেট্রোমাইজন মেরিনাস (Petromyzon marinus) হ্যাগফিশ- মিক্সিন গ্লুটিনোসা (Myxine glutinosa)