শ্রেণিবিন্যাস পদ্ধতি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও। |
শ্রেণিবিন্যাস তিন প্রকার। যথা- (ⅰ) প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি, (ii) কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতি, (iii) জাতিজনিগত শ্রেণিবিন্যাস পদ্ধতি।
(i) প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি: জীবের অনেকগুলি বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে সৃষ্ট যে শ্রেণিবিন্যাস পদ্ধতি দ্বারা জীবকে শনাক্ত করা হয় এবং নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নির্ণয় করা হয়, তাকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি বলে।
(ii) কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতি: সবচেয়ে প্রাচীন যে শ্রেণিবিন্যাস পদ্ধতিতে জীবের কয়েকটি বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে শ্রেণিবিন্যাস করা হয়, তাকে কৃত্রিম শ্রেণিবিন্যাস পদ্ধতি বলা হয়।
(iii) জাতিজনিগত শ্রেণিবিন্যাস পদ্ধতি: এটি আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতি। যে শ্রেণিবিন্যাস পদ্ধতিতে জীবের উৎপত্তি, বংশগতি ও অভিব্যক্তিগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে শ্রেণিবিন্যাস করা হয়, তাকে জাতিজনিগত শ্রেণিবিন্যাস পদ্ধতি বলা হয়।