শৈবাল গোষ্ঠীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও

শৈবাল গোষ্ঠীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও
শৈবাল গোষ্ঠীর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং দুটি উদাহরণ দাও।

শৈবাল (Algae)-এর শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ

(i) উদ্ভিদদেহ (Plant Body): দেহ সরল এবং মূল কান্ড ও পাতায় বিভেদিত নয় অর্থাৎ, সমাঙ্গদেহী।

(II) দেহগঠন (Body structure): শৈবাল এককোশী (ক্ল‍্যামাইডোমোনাস), বহুকোশী (স্পাইরোগাইরা), ফাঁপা নলের মতো উপনিবেশ গঠনকারী (ভলভক্স) হতে পারে। কিছু কিছু শৈবালে চুলের ন্যায় বিশেষ গঠন দেখা যায়, একে ট্রাইকোম (Trichome) বলে।

(iii) কোশের প্রকৃতি (Cell Type): শৈবাল প্রোক্যারিওটিক (নীলাভ-সবুজ শৈবাল) বা ইউক্যারিওটিক (স্পাইরোগাইরা) প্রকৃতির হতে পারে।

(iv) কোশপ্রাচীর (Cell wall): শৈবালের কোশপ্রাচীরে দুই স্তরবিশিষ্ট। এই কোশপ্রাচীরে সেলুলোজ, পেকটিন, মিউসিলেজ জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট জমা থাকে।

(v) রঞ্জক (Pigment): শৈবালে প্রধানত সবুজ বর্ণের ক্লোরোফিল থাকে। এ ছাড়াও বাদামি বর্ণ, নীল বর্ণ, লাল বর্ণ, বাদামি হলুদ বর্ণের রঞ্জকও শৈবালে উপস্থিত থাকতে পারে।

(vi) পুষ্টি (Nutrition): এরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে ও পুষ্টি সম্পন্ন করে। তাই এদের পুষ্টি স্বভোজী প্রকৃতির।

(vii) জনন (Reproduction):
এরা খন্ডীভবনের দ্বারা অঙ্গজ জনন, রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন এবং আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামি পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে।
উদাহরণ :
স্পাইরোগাইরা (অশাখ) -Spirogyra sp. ওকারা (শাখাযুক্ত) – Chara sp.

Leave a Comment