শিল্পবিপ্লব কী? |
ভূমিকা
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে বিজ্ঞান, প্রযুক্তি ও যন্ত্রপাতিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আনা হয়, তা-ই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত।
‘শিল্পবিপ্লব’ কথাটির ব্যবহার
1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক লুই ব্ল্যাঙ্কি ‘শিল্পবিপ্লব’ কথাটি প্রথম ব্যবহার করেন। তবে কথাটিকে পরবর্তীকালে জনপ্রিয় করেন আর্নল্ড টয়েনবি।
শিল্পবিপ্লব সম্পর্কে নানা মতামত
ফিলিস ডিনের মতে, আর্থিক ব্যবস্থার পরিবর্তন এবং শিল্প সংগঠনের মাধ্যমে যে পরিবর্তন আসে তাই হল শিল্পবিপ্লব। ঐতিহাসিক ফিশারের মতে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা শিল্পসামগ্রীর ব্যাপক উৎপাদনকে বলা হয় শিল্পবিপ্লব। ব্রিটিশ মার্কসবাদী ঐতিহাসিক এরিক হবসবমের মতে, শিল্পবিপ্লব শুধুমাত্র দ্রুত অর্থনৈতিক উন্নয়ন নয়, এই উন্নয়ন সাধিত হয় অর্থনীতি ও সমাজ বদলানোর ফলে। এ ছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ হার্টওয়েল এবং সিপোলাও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন।