শিল্পবিপ্লব কাকে বলে? শিল্পবিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখো

শিল্পবিপ্লব কাকে বলে? শিল্পবিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখো
শিল্পবিপ্লব কাকে বলে? শিল্পবিপ্লবের দুটি বৈশিষ্ট্য লেখো।

শিল্পবিপ্লব

অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে প্রথমে ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্য দেশে শিল্পে যে উন্নতি ঘটেছিল তা-ই শিল্পবিপ্লব নামে পরিচিত।

অধ্যাপক ফিলিস ডিনের মতে, শিল্পে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থার পরিবর্তনের ফলে উৎপাদন ব্যবস্থায় যে বদল ঘটে তা-ই শিল্পবিপ্লব। ঐতিহাসিক ফিশারের মতে, দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্র ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিই হল শিল্পবিপ্লব।

শিল্পবিপ্লবের দুটি বৈশিষ্ট্য

① যন্ত্রশক্তির ওপর নির্ভরতা: শিল্পবিপ্লবের ফলে নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়। কারখানায় নতুন যন্ত্রের ব্যবহারে আরও দ্রুত শিল্পদ্রব্য উৎপাদন হতে থাকে।

② মালিক-শ্রমিক শ্রেণির উদ্ভব: ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে কারখানার প্রসার ঘটলে শিল্প দ্রব্য উৎপাদনের জন্য প্রচুর লোকের প্রয়োজন হয়। এই কারণে গ্রাম ও শহরের প্রচুর মানুষ শ্রমিক হিসেবে কারখানায় যোগ দেয়। ফলে শিল্পকে কেন্দ্র করে মালিক ও শ্রমিক শ্রেণির উদ্ভব ঘটে।

Leave a Comment