শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল

শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল – আজকের পর্বে শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল তা আলোচনা করা হল।

    শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল

    শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল
    শিল্পবিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কী ছিল?

    কার্ল মার্কস ও কমিউনিস্ট ম্যানিফেস্টো

    মধ্যবিত্ত ইহুদি পরিবারের সন্তান কার্ল মার্কস ইউরোপীয় সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ ছিলেন। 1848 খ্রিস্টাব্দে মার্কস, ফ্রেডারিখ এঙ্গেলসের সঙ্গে যুগ্মভাবে বিখ্যাত ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’ নামের ইস্তাহার প্রকাশ করেন। এতে তিনি শিল্পসমাজের নানা সমস্যা, কলকারখানার সম্প্রসারণ ও উৎপাদনের উপাদানগুলির রাষ্ট্রায়ত্তকরণ, কলকারখানায় শিশুশ্রমিক নিয়োগের নিষিদ্ধকরণের কথা বলেছেন। এই গ্রন্থে তিনি পুঁজিপতি ও শোষিত এই দুই শ্রেণির মধ্যেকার দ্বন্দুকে দেখিয়েছেন।

    কার্ল মার্কস ও দাস ক্যাপিটাল

    1867 খ্রিস্টাব্দে মার্কস প্রকাশিত দাস ক্যাপিটাল গ্রন্থে ধনতন্ত্রবাদ কীভাবে সমাজকে শোষণের পথে নিয়ে যায় সে সম্পর্কে বলেছেন। মার্কসের মতে, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার উৎস হল অর্থনীতি। সমাজে মুষ্টিমেয় মালিক শ্রেণি, শ্রমিকদের শোষণ করছে। এই প্রকার অসম ব্যবস্থা সমাজজীবনে স্থায়ী হতে পারে না। এই ব্যবস্থার ফলে সমাজজীবনে এক প্রচণ্ড প্রতিক্রিয়া অনিবার্য রূপে দেখা দেয়। ফলে পুরাতন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে এক নতুন ব্যবস্থার আবির্ভাব হয়।

    দ্বন্দ্বমূলক বস্তুবাদ

    দ্বন্দ্বমূলক বস্তুবাদে মার্কস পরস্পর বিরোধী শ্রেণিসংঘাতের বিবরণ দিয়ে বলেন, প্রাচীন রোমে সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। মধ্যযুগে দুটি শ্রেণি ছিল ও বর্তমান যুগে মালিক ও শ্রমিক এই দুই শ্রেণিতে সমাজ বিভক্ত। তাঁর মতে, অর্থ শ্রমিকদের পরিশ্রম থেকে উদ্ভূত এবং অর্থের মাপকাঠি হল শ্রম। সুতরাং, শ্রমের মাপকাঠি দ্বারাই অর্থ বণ্টন হওয়া উচিত।

    Leave a Comment