শিল্পবিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল – আজকের পর্বে শিল্পবিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করা হল।
শিল্পবিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল
শিল্পবিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল? |
ভূমিকা
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ড ও পরে ইউরোপের অন্যান্য দেশে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়। যা শিল্পবিপ্লব নামে পরিচিত।
শিল্পবিপ্লবের বৈশিষ্ট্য
শিল্পবিপ্লবের নানা বৈশিষ্ট্য ছিল। যেমন:
- ইউরোপের সর্বত্র একই সঙ্গে শিল্পবিপ্লব শুরু হয়নি।
- শিল্পবিপ্লবের প্রভাবে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে বিভিন্ন কলকারখানায় বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পের উৎপাদন ব্যবস্থা চালু থাকে।
- শিল্পবিপ্লবের ফলে যে বড়ো বড়ো কারখানা গড়ে ওঠে সেজন্য বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করা হয়।
- শিল্পবিপ্লব পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন শহরে কলকারখানার প্রসার ঘটলে দরিদ্র কৃষক ও শ্রমিকরা কাজের খোঁজে শহরের কারখানাগুলিতে চলে আসতে থাকে। ফলে শিল্প-শ্রমিকের উদ্ভব হয়।
- শিল্পবিপ্লব দীর্ঘ সময় ধরে চলার কারণে একে ‘শিল্পবিবর্তন’ও বলা হয়।