শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল

শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল – আজকের পর্বে শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল তা আলোচনা করা হল।

    শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল

    শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল
    শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি কী ছিল?

    ভূমিকা

    ইউরোপ মহাদেশে সংঘটিত শিল্পবিপ্লবের ফলে কৃষিভিত্তিক অর্থনীতি রূপান্তরিত হয় শিল্পভিত্তিক অর্থনীতিতে।

    শিল্পবিপ্লবের অর্থনৈতিক ফলাফল

    ① শিল্পভিত্তিক অর্থনীতি

    শিল্পবিপ্লবের মধ্যে দিয়ে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়।

    ② বাণিজ্যের প্রসার

    শিল্পবিপ্লবের ফলে প্রচুর শিল্পজাত পণ্য উৎপাদিত হতে থাকে। ফলে বাণিজ্যিক ক্ষেত্রেও সম্প্রসারণ ঘটে।

    ③ অর্থনৈতিক সাম্রাজ্যবাদ

    শিল্পায়নের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। সেই উৎপাদন বিক্রির জন্য শুরু হয় বাণিজ্যিক প্রতিদ্বন্দিতা। এভাবেই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের সূচনা হয়।

    ④ ফ্যাক্টরি প্রথার উদ্ভব

    শিল্পবিপ্লবের ফলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে। অর্থাৎ বড়ো বড়ো কারখানা প্রতিষ্ঠিত হতে থাকে।

    ⑤ সামাজিক শ্রেণি বৈষম্য সৃষ্টি

    শিল্পবিপ্লবের ফলে সমাজে বৈষম্য সৃষ্টি হয়। ধনী ও গরিবের অস্তিত্ব প্রকট হয়ে ওঠে।

    Leave a Comment