লোকাল হরমোন ও ট্রফিক হরমোন কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও।

লোকাল হরমোন ও ট্রফিক হরমোন কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও
লোকাল হরমোন ও ট্রফিক হরমোন কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও।

লোকাল হরমোন

যেসব হরমোনের ক্রিয়া প্রধানত ‘উৎস গ্রন্থির’ মধ্যে সীমাবদ্ধ থাকে, তাদের স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলে। উদাহরণস্বরূপ, টেস্টোস্টেরন (Testosteron) শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে উৎপন্ন হয়ে শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখতে সহায়তা করে। প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ব্রাডিকাইনিন, গ্যাসট্রিন, সিক্রেটিন ইত্যাদি কয়েকটি স্থানীয় হরমোনের উদাহরণ।

ট্রফিক হরমোন

যেসব হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য একটি অনাল গ্রন্থিকে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে, তাদের উদ্দীপক হরমোন বা ট্রফিক হরমোন বলে। উদাহরণস্বরূপ, পিটুইটারি থেকে নিঃসৃত TSH (থাইরয়েড স্টিমুলেটিং হরমোন) থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। ACTH, FSH, LH, STH কয়েকটি ট্রফিক হরমোনের উদাহরণ।

Leave a Comment