লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে-এর কারণ কী? উদ্ভিদের চলন কত প্রকারের হয়? |
লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যাওয়ায় পত্রকগুলি নুয়ে পড়ে (সিসমোন্যাস্টি চলন)। আবার বনচাঁড়াল উদ্ভিদের (Desmodium gyrans) পরিণত কোশের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি ফলকের দুই পাশের ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। একে প্রকরণ চলন (Movement of variation) বলে।
উদ্ভিদের চলনের প্রকার : উদ্ভিদের চলন প্রধানত তিন প্রকারের, যর্থা-ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।