লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে-এর কারণ কী? উদ্ভিদের চলন কত প্রকারের হয়?

লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে-এর কারণ কী? উদ্ভিদের চলন কত প্রকারের হয়
লজ্জাবতী স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এবং বনচাঁড়ালের পাতার নীচের পত্রক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে-এর কারণ কী? উদ্ভিদের চলন কত প্রকারের হয়?
লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পাতার মধ্যস্থ রসস্ফীতি চাপ কমে যাওয়ায় পত্রকগুলি নুয়ে পড়ে (সিসমোন্যাস্টি চলন)। আবার বনচাঁড়াল উদ্ভিদের (Desmodium gyrans) পরিণত কোশের রসস্ফীতির হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি ফলকের দুই পাশের ফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে। একে প্রকরণ চলন (Movement of variation) বলে।

উদ্ভিদের চলনের প্রকার : উদ্ভিদের চলন প্রধানত তিন প্রকারের, যর্থা-ট্যাকটিক চলন, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন।

Leave a Comment