রুশ বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো

রুশ বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো
রুশ বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো।

ভূমিকা

ফরাসি বিপ্লবের দার্শনিকদের মতো রুশ বিপ্লবেও দার্শনিকদের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে কয়েকজন রুশ সাহিত্যিক তাঁদের রচনার মধ্য দিয়ে তদানীন্তন রুশ সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন।

রুশ দার্শনিকদের প্রভাব

রুশ দার্শনিকদের মধ্যে পুসকিন ও গোগোলের নাম বিশেষ উল্লেখযোগ্য। গোগোল তাঁর রচনার মধ্য দিয়ে ভূমিদাস প্রথার নিষ্ঠুর দিক তুলে ধরেন। ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত দার্শনিক ছিলেন তুর্গেনিভ, দস্তয়েভস্কি, টলস্টয় ও গোর্কি। তাঁরা তাঁদের রচনার মধ্য দিয়ে দেশবাসীর সামনে জারতন্ত্রের স্বৈরাচারী স্বরূপটি তুলে ধরেন। এই সমস্ত সাহিত্যিকদের রচনা জনগণকে গভীরভাবে প্রভাবিত করেছিল। জনসাধারণের মনে জার সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দারুণ ঘৃণার সৃষ্টি হয়। বুকানিনের নৈরাজ্যবাদ এবং কার্ল মার্কসের সাম্যবাদ রুশবাসীর চিন্তায় গভীর প্রভাব ফেলে। দার্শনিকদের রচনার দ্বারা রাশিয়ার শিক্ষিত সম্প্রদায় মানবিক অধিকার লাভের জন্য আন্দোলন শুরু করেন। কার্ল মার্কসের মতবাদ বিস্তারলাভ করায় সেখানে সমাজতন্ত্রী আন্দোলন প্রবল হয়ে ওঠে। রাশিয়ায় নিপীড়িত ও শোষিত শ্রমজীবী সম্প্রদায়ের কাছে মার্কসবাদের আবেদন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। এর ফলে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে রাশিয়ায় চরমপন্থী মতবাদ বিস্তারলাভ করে এবং রুশ বিপ্লবের পথ প্রশস্ত হয়।

Leave a Comment