রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল লেখো

রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল লেখো – আজকের পর্বে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল আলোচনা করা হল।

    রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল লেখো

    রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল লেখো
    রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল লেখো।

    রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির শর্তাবলি ও ফলাফল

    ভূমিকা

    হিটলারের বিদেশ নীতির সাফল্যের একটি ‘মাইলস্টোন’ ছিল রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি। হিটলার প্রথম থেকেই সাম্যবাদী রাশিয়ার তীব্র বিরোধিতা করে এসেছেন। অথচ পরিস্থিতিকে কাজে লাগিয়ে তিনি সেই রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি করেছিলেন।

    চুক্তির শর্তাবলি

    এই চুক্তিতে বলা হয়েছিল-

    ① দশ বছর রাশিয়া ও জার্মানি পরস্পরকে আক্রমণ করবে না।

    ② চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ তৃতীয় শক্তি দ্বারা আক্রান্ত হলে কেউ আক্রমণকারী দেশকে সাহায্য করবে না।

    ③ উভয়ই এই চুক্তিকে গোপন রাখবে।

    ④ চুক্তির মেয়াদকালের মধ্যে কোনো মনোমালিন্য হলে সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে উভয় দেশ সেই সমস্যার সমাধান করবে।

    ফলাফল

    চুক্তি স্বাক্ষরের অল্প কয়েক মাস পরে অর্থাৎ, 1941 খ্রিস্টাব্দের 22 জুন হিটলার চুক্তির শর্ত লঙ্ঘন করে রাশিয়া আক্রমণ করে বসেন। ঐতিহাসিক এ.জে.পি. টেলর এর মতে, রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি হল রুশ-জার্মান বিশ্বাসঘাতকতার চূড়ান্ত পরিণতি।

    মূল্যায়ন

    সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় এই চুক্তি রাশিয়ার কূটনৈতিক সাফল্যকেই চিহ্নিত করে। কারণ জার্মানি এই চুক্তির ফলে পশ্চিমি কমিউনিস্ট বিরোধী শক্তিজোট থেকে যেমন বেরিয়ে এসেছিল তেমনি ব্রিটেন ও ফ্রান্সের বিরুদ্ধে চলে গিয়েছিল। চার্চিল এই চুক্তির কথা শুনে বলেছিলেন, এই দুর্ভাগ্যপূর্ণ খবরে সমগ্র পৃথিবীতে বিস্ফোরণ ঘটে গেল (The sinister news broked upon the world like an explosion.) |

    Leave a Comment