রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল আলোচনা করো

রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল আলোচনা করো – আজকের পর্বে রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল আলোচনা করা হল।

    রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল

    রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল আলোচনা করো
    রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল আলোচনা করো।

    ভূমিকা

    রাশিয়ায় বহুদিন ধরেই দাসপ্রথা চালু ছিল। আধুনিক যুগের শুরুতেও সেখানে এই প্রথা প্রবর্তিত ছিল। 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় 5 কোটি ভূমিদাস ছিল। এই ব্যবস্থা ছিল অমানবিক ও যুগের সম্পূর্ণ বিপরীত। ভূমিদাসদের জীবনযাত্রা ছিল অবর্ণনীয়। এই জগদ্দল পাথরের ভারে রাশিয়ার সমাজ ও অর্থনীতি ছিল জড়ভরত।

    মুক্তির ঘোষণাপত্র

    1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথার উচ্ছেদের চেষ্টা করা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে, 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই নির্দেশনামায় 300টি পাতার 22টি ধারার উল্লেখ ছিল। এতে বলা হয়-

    ① ভূমিদাসদের ওপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না।

    ② মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের ওপর জমিদারদের কোনো অধিকার থাকবে না।

    ③ ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার ‘মির’ নামক গ্রাম্য সমিতির ওপর থাকবে।

    ④ জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে।

    ⑤ ‘মির’গুলি কর আদায়, কর জমা দেওয়া, সেনা সংগ্রহ ইত্যাদি কাজ করবে।

    রাশিয়ায় ভূমিদাস প্রথা উচ্ছেদের ফলাফল

    ভূমিদাস প্রথার উচ্ছেদে দু-ধরনের ফলাফলই লক্ষ করা যায়। যথা-

    ভূমিদাস প্রথা উচ্ছেদের সুফল

    ① রাশিয়ার ইতিহাসের কলঙ্কময় অধ্যায়ের অবসান ঘটে এবং প্রগতিশীল সংস্কারের পথ উন্মুক্ত হয়।

    ② রাশিয়ায় বাণিজ্য, কৃষির উপাদান এবং জমির মূল্যবৃদ্ধি ঘটে।

    ③ রাশিয়ায় শিল্পবিপ্লব ত্বরান্বিত হয়।

    ④ ভূমিদাসদের জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আসে।

    ⑤ রাশিয়া সংস্কারের দ্বারা উন্নতির পথে পা বাড়ায়।

    ⑥ রাশিয়া পরবর্তী বিপ্লবের জন্য তৈরি হতে শুরু করে।

    ভূমিদাস প্রথা উচ্ছেদের কুফল

    ① মুক্ত ভূমিদাসদের দেয় অর্থ (জমির জন্য) অনেক বেশি ছিল।

    ② মুক্ত ভূমিদাসদের ওপর চড়া হারে কর বসানো হয়।

    ③ অনুর্বর ও খারাপ জমিগুলি ভূমিদাসদের ভাগে পড়ে।

    ④ প্রয়োজনের তুলনায় ভূমিদাসদের জমির পরিমাণ ছিল অল্প।

    Leave a Comment