রাশিয়ায় বলশেভিক বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো – আজকের পর্বে রাশিয়ায় বলশেভিক বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করা হল।
রাশিয়ায় বলশেভিক বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো
রাশিয়ায় বলশেভিক বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। |
বলশেভিক বিপ্লবের তাৎপর্য
রাশিয়ায় সংঘটিত 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রাশিয়ার জনজীবনের সবক্ষেত্রেই বলশেভিক বিপ্লবের তাৎপর্য গুরুত্বপূর্ণ ছিল।
(ক) সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব
বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় রাষ্ট্রের প্রকৃতির ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছিল। 1935 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্য দিয়ে জারতন্ত্রের অবসান হলেও, অভিজাত, বুর্জোয়া ও কুলাক শ্রেণির প্রাধান্য সমাজে তখনও বর্তমান ছিল। 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের সাফল্যের ফলে তাদের প্রাধান্যের অবসান ঘটে এবং রাশিয়ায় সর্বহারা শ্রেণির একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়। নতুন অর্থনৈতিক ও সামাজিক আদর্শের ভিত্তিতে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়। রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক (USSR)।
(খ) ভূমি জাতীয়করণ
লেনিনের নেতৃত্বে গঠিত বলশেভিক সরকার পূর্বের ভূস্বামী, কুলাক ও গির্জার সমস্ত জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে চাষের জন্য বণ্টন করে। বিদেশি ঋণ ও মূলধন বাজেয়াপ্ত করার ফলে রাশিয়ার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছিল।
(গ) শিল্পের রাষ্ট্রীয়করণ
রাশিয়ার কলকারখানাগুলির দায়িত্ব শ্রমিক সোভিয়েতের হাতে অর্পিত হওয়ায় শ্রমিক শোষণের অবসান ঘটে।
(ঘ) সংখ্যালঘু সম্প্রদায়গুলিকে সমানাধিকার দান
পূর্বের রুশ সাম্রাজ্যের অ-রুশ সংখ্যালঘু জাতিগুলিকে সমানাধিকার দিয়ে সমমর্যাদায় সোভিয়েত রাষ্ট্রের অঙ্গ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হয়।
(ঙ) শান্তি স্থাপন
বলশেভিক বিপ্লবের সাফল্যের ফলে সদ্যোজাত সোভিয়েত রাষ্ট্র কিছুদিনের মধ্যেই জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটভস্কের সন্ধি স্বাক্ষর করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে।
মূল্যায়ন
উপরোক্ত অভ্যন্তরীণ পরিবর্তনের ফলে কৃষক, শ্রমিক, সেনাবাহিনী ও সংখ্যালঘু জাতির সমর্থন লাভ করার ফলে বলশেভিক সরকার প্রতিবিপ্লবী চক্রান্ত ব্যর্থ করে দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছিল।