রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো ও দুটি উদাহরণ দাও। |
রাজ্য প্রোটিস্টার শনাক্তকারী বৈশিষ্ট্য
(i) দেহ সংগঠন (Body Organization): এককোশী, আণুবীক্ষণিক ইউক্যারিওটিক অর্থাৎ, কোশ সুগঠিত নিউক্লিয়াস ও পর্দাবৃত কোশীয় অঙ্গাণুযুক্ত হয়। রাইবোজোম 80S প্রকৃতির।
(ii) গমন অঙ্গ (Locomotory Organ) : ফ্ল্যাজেলা (ইউগ্লিনা), সিলিয়া (প্যারামেসিয়াম), ক্ষণপদ (অ্যামিবা)।
(iii) কোশপ্রাচীর (Cell Wall) : সালোকসংশ্লেষকারী প্রোটিস্টানদের কোশপ্রাচীর থাকে এবং তা সেলুলোজ নির্মিত হয়। প্রোটোজোয়ান প্রোটিস্টাদের কোশপ্রাচীর থাকে না।
(iv) পুষ্টি (Nutrition): সালোকসংশ্লেষকারী (ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট, ইউগ্লিনা), পরভোজী (অ্যামিবা), শোষণকারী (এন্টামিবা), মিক্সোট্রফিক (ইউগ্লিনা) প্রভৃতি পুষ্টি সম্পন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রে এদের হলোফাইটিক পুষ্টি ঘটে এবং কিছু ক্ষেত্রে মৃতজীবী পুষ্টি ঘটে।
(v) শ্বসন (Respiration): অধিকাংশ জীব সবাত শ্বসন সম্পন্ন করে, তবে বেশ কিছু জীব অবাত শ্বসনকারী হয়।
(vi) জনন (Reproduction): এদের দেহে অযৌন ও যৌন উভয় প্রকার জনন সম্পন্ন হয়। অযৌন জনন দ্বিবিভাজন, কোরোকোদ্গম, বহুবিভাজন ও রেণু গঠনের মাধ্যমে ঘটে। সিনগ্যামি ও সংযুক্তির মাধ্যমে যৌন জনন ঘটে।
• অ্যামিবা- অ্যামিবা প্রোটিয়াস (Amoeba proteus)
• ডায়াটম- ন্যাভিকিউলা (Naviqula sp.)