রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। |
রাজ্য অ্যানিম্যালিয়া (প্রাণী)-র মুখ্য বৈশিষ্ট্যসমূহ
(i) কোশীয় অবস্থা (Cellular nature) : ইউক্যারিওটিক, বহুকোশীয় এবং কোশপ্রাচীরবিহীন।
(ii) বৃদ্ধি (Growth): বৃদ্ধি নিয়ত এবং পরিণতি লাভের পর এটি বন্ধ হয়ে যায়।
(iii) নির্দিষ্ট আকার, আয়তন ও প্রতিসাম্যতা (Definite shape, size and symmetry): প্রাণীদের নির্দিষ্ট আকার, আয়তন ও প্রতিসাম্যতা আছে (ব্যতিক্রম- কয়েকটি নিম্নশ্রেণির প্রাণী)।
(iv) গমন (Locomotion): প্রতিটি প্রাণী নির্দিষ্ট গমন অঙ্গের সাহায্যে স্থানান্তরিত হতে পারে (ব্যতিক্রম-স্পঞ্জ, কোরাল প্রভৃতি)।
(v) পুষ্টি (Nutrition): প্রাণীরা পরভোজী পুষ্টি সম্পন্ন করে।
(vi) পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র (Muscular System and Nervous System) : গমন ও বিভিন্ন কাজে পেশিতন্ত্র এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক যোগাযোগ স্থাপনে স্নায়ুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।