মিয়োসিস কাকে বলে? মিয়োসিসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

মিয়োসিস কাকে বলে? মিয়োসিসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
মিয়োসিস কাকে বলে? মিয়োসিসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

সংজ্ঞা

যে বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোশের নিউক্লিয়াসটি প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন পদ্ধতিতে পরপর দু-বার বিভাজিত হয়ে জনন মাতৃকোশের অর্ধেক ক্রোমোজোমসহ চারটি অপত্য কোশ (জনন কোশ বা গ্যামেট) সৃষ্টি করে তাকে মিয়োসিস বলে।

বৈশিষ্ট্য

1. এই প্রক্রিয়াটি প্রধানত জনন মাতৃকোশে ঘটে।

2. এই প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড (2n) মাতৃকোশ থেকে চারটি হ্যাপ্লয়েড অপত্য কোশ সৃষ্টি হয়।

3. এই প্রক্রিয়ায় মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোশের অর্ধেক হয়।

4. এই প্রক্রিয়ায় মাতৃকোশটি দু-দফায় বিভাজিত হয়, প্রথমটি হ্রাস বিভাজন এবং পরেরটি সদৃশ বিভাজন বা সম বিভাজন।

Leave a Comment