মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো – আজকের পর্বে আলোচনা করা হল মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো এই বিষয় নিয়ে।
মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো
মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো। |
জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন নিদর্শনগুলিকে বিভিন্ন বিভাগের অন্তর্ভুক্ত করে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আবার বিশেষীকরণের ভিত্তিতে বিভিন্ন বিষয়ভিত্তিক জাদুঘরও প্রতিষ্ঠা করা হয়। তাই জাদুঘরের বিভিন্ন শ্রেণিবিভাগ লক্ষণীয়।
মিউজিয়ামের প্রকারভেদ
(ক) প্রত্নতাত্ত্বিক জাদুঘর (Archaeology Museum)
প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের বিভিন্ন প্রত্নসামগ্রী যে জাদুঘরে সংরক্ষিত থাকে, তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
উদাহরণ: গ্রিসের অ্যাগোরা অফ এথেন্স, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম ইত্যাদির কথা বলা যায়।
উদাহরণ: গ্রিসের অ্যাগোরা অফ এথেন্স, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম ইত্যাদির কথা বলা যায়।
(খ) শিল্প জাদুঘর (Art Museum)
বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষিত থাকে শিল্প জাদুঘরে। চিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, প্রাচীন মুদ্রা ইত্যাদি বিভিন্ন শিল্প নিদর্শন এই জাদুঘরের মাধ্যমে প্রদর্শিত হয়।
উদাহরণ: পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিল্প জাদুঘর হল অ্যাশমোলিয়ান জাদুঘর।
উদাহরণ: পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিল্প জাদুঘর হল অ্যাশমোলিয়ান জাদুঘর।
(গ) বিশ্বকোশ জাদুঘর (Encyclopedic Museum)
বিশ্বকোশ জাদুঘর বলতে কোনো দেশের সুবৃহৎ জাতীয় সংগ্রহশালাকে বোঝায়, যেখানে নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয়ের বিপুল সংগ্রহ রক্ষিত থাকে।
উদাহরণ: ব্রিটিশ মিউজিয়াম।
উদাহরণ: ব্রিটিশ মিউজিয়াম।
(ঘ) ইতিহাসকেন্দ্রিক জাদুঘর (History Museum)
ইতিহাসকেন্দ্রিক জাদুঘর ইতিহাসের বিভিন্ন নিদর্শন নিয়ে গঠিত, যা অতীত এবং বর্তমানের উপর আলোকপাত করে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জাদুঘরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়।
উদাহরণ: ন্যাশানাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার।
উদাহরণ: ন্যাশানাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার।
(ঙ) ঐতিহাসিক গৃহ জাদুঘর (Historic House Museum)
কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে এই ধরনের জাদুঘর গড়ে ওঠে। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন নথিপত্র, প্রত্নবস্তু, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।
উদাহরণ : পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ জেলার হাজারদুয়ারি মিউজিয়াম।
উদাহরণ : পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ জেলার হাজারদুয়ারি মিউজিয়াম।
(চ) জীবন্ত ইতিহাস জাদুঘর (Living History Museum)
জীবন্ত ইতিহাস জাদুঘরে এমন এক ধরনের পরিবেশ সৃষ্টি করা হয়, যেখানে কোনো নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট বা সময়কালকে পুনঃস্থাপন করে তা দর্শকদের দেখানো হয়। অর্থাৎ একে বলা যায় Historical Reenactment-এর সমতুল্য।
উদাহরণ: নেদারল্যান্ডের দ্য স্ক্যানসেন মিউজিয়াম।
(ছ) সামরিক এবং যুদ্ধ বিষয়ক জাদুঘর (Military and War Museum)
সামরিক জাদুঘর এবং যুদ্ধ বিষয়ক জাদুঘরে বিভিন্ন সমরবিজ্ঞান বিষয়ক নিদর্শন সংরক্ষিত থাকে। বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র, তাদের বিবর্তন, যুদ্ধকৌশল, পোশাক-শিরস্ত্রাণ, গুপ্তচর ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন নিদর্শন এই জাদুঘরগুলিতে প্রদর্শিত হয়।
উদাহরণ: ইনটারন্যাশানাল স্পাই মিউজিয়াম, ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম ইত্যাদি।
উদাহরণ: ইনটারন্যাশানাল স্পাই মিউজিয়াম, ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম ইত্যাদি।
(জ) চলমান জাদুঘর (Mobile Museum)
কোনো চলমান যানবাহনের মাধ্যমে নানান জায়গায় ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শনসমূহ যখন দর্শকদের দেখানো হয়, তখন সেই রকম জাদুঘরকে চলমান জাদুঘর বলা যায়।
উদাহরণ: ২০১১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত সংস্কৃতি এক্সপ্রেস চলমান জাদুঘরের অন্যতম নিদর্শন।
উদাহরণ: ২০১১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত সংস্কৃতি এক্সপ্রেস চলমান জাদুঘরের অন্যতম নিদর্শন।
(ঝ) প্রাণী এবং বৃক্ষের উদ্যান (Zoological Parks and Botanical Gardens)
চিড়িয়াখানা এবং বৃক্ষের উদ্যানকেও জাদুঘর বা সংগ্রহশালা বলে গণ্য করা হয়। কারণ- জাদুঘরের মতো এগুলির উদ্দেশ্যও এক, অর্থাৎ নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন।
উদাহরণ: কলকাতা চিড়িয়াখানা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি।
উদাহরণ: কলকাতা চিড়িয়াখানা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি।
(ঞ) বিশেষ জাদুঘর (Specialized Museum)
যে-সমস্ত জাদুঘরে কোনো একটি বিশেষ বিষয়ের নিদর্শন সংরক্ষিত এবং প্রদর্শিত হয়, তাকে বলা হয় বিশেষ জাদুঘর।
উদাহরণ: সুরকার এবং সংগীতকারদের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে গঠিত ক্লিভল্যান্ডের রক অ্যান্ড রোল হল অফ ফেম অ্যান্ড মিউজিয়াম (Rock and Roll Hall of Fame and Museum) – এটির কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য।
উদাহরণ: সুরকার এবং সংগীতকারদের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে গঠিত ক্লিভল্যান্ডের রক অ্যান্ড রোল হল অফ ফেম অ্যান্ড মিউজিয়াম (Rock and Roll Hall of Fame and Museum) – এটির কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য।
এ ছাড়াও বিজ্ঞানকেন্দ্রিক জাদুঘর, সামুদ্রিক জাদুঘর, উন্মুক্ত জাদুঘর ইত্যাদি বিভিন্ন রকম মিউজিয়ামের অস্তিত্ব বর্তমান।