মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো

মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো – আজকের পর্বে মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করা হল।

    মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো

    মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো
    মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো।
    লর্ড অ্যাকটন-এর মতানুসারে, মার্কেন্টাইলবাদ হল এমন এক অর্থনৈতিক মতবাদ, যা জ্ঞানদীপ্তির সময়কালে স্বৈরতন্ত্রের পরিপূরক। মার্কেন্টাইল মূলধন (Mercantile Capital) হল মার্কেন্টাইলবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।

    মার্কেন্টাইল মূলধন

    এশিয়া, আফ্রিকা ও আমেরিকা মহাদেশে অবস্থিত উপনিবেশগুলির সম্পদ দু-হাতে লুণ্ঠন করে ইউরোপীয় বণিক সম্প্রদায় ব্যাবসাবাণিজ্যের নামে আর্থিক শোষণ চালিয়ে যে মুনাফা অর্জন করেছিল, তাকেই বলা হয় মার্কেন্টাইল মূলধন বা Mercantile Capital | অ্যাডাম স্মিথ তাঁর ‘The Wealth of Nations’ গ্রন্থে সর্বপ্রথম অবজ্ঞাভরে মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেছেন। বণিকরা সোনা, রুপো ইত্যাদি মূল্যবান ধাতুকে দেশের সম্পদ বলে মনে করত। ইউরোপীয় বণিকরা এই সকল সামগ্রী নামমাত্র মূল্যে কিংবা বিনামূল্যে সংগ্রহ করে ক্রমশ আরও সম্পদশালী হয়ে উঠতে থাকে।

    মার্কেন্টাইলবাদের প্রধান বক্তব্যসমূহ

    সংরক্ষণ


    মার্কেন্টাইলবাদের প্রধান বক্তব্য হল সংরক্ষণ অর্থাৎ রাষ্ট্রের ভান্ডারে বা রাজকোশে সোনা-রুপো (বুলিয়ান) জমা রাখা। এই দুটি মূল্যবান ধাতুকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হত, তাই বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র সোনা-রুপোর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যে-কোনো উপায়ে এই মূল্যবান ধাতু নিজ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়। স্পেন ও পোর্তুগাল ল্যাটিন আমেরিকা থেকে প্রচুর সোনা-রুপো নিজ দেশে আমদানি করে। এই পর্যায়কে বুলিয়ানিজম-ও বলা হয়। 

    রাষ্ট্রীয় সাহায্য
    মার্কেন্টাইলবাদের সঙ্গে রাষ্ট্রীয় সহায়তার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দেশের অভ্যন্তরীণ বাজার, বহির্বাণিজ্যের সনদ ইত্যাদি নানা ক্ষেত্রে বণিক গোষ্ঠীগুলির রাষ্ট্রীয় সাহায্যের প্রয়োজন হত। আবার অন্যদিকে বণিকদের দেওয়া করের মাধ্যমে রাষ্ট্রীয় কোশাগার পূর্ণ হত।
    রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাস
    মার্কেন্টাইলবাদের শক্তির অন্যতম উৎস ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা। এই সুরক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল রফতানি বৃদ্ধি করা এবং যতটা সম্ভব আমদানির পরিমাণ হ্রাস করা।

    পুঁজিবাদের উত্তরণ পর্ব

    মার্কেন্টাইলবাদ বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল ভারসাম্য প্রতিষ্ঠা করে। রাষ্ট্রীয় সাহায্যে বৈদেশিক বাণিজ্যের বিকাশ এবং উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে মার্কেন্টাইলবাদ পুঁজিবাদে উত্তরণের পথ প্রশস্ত করে।

    জাতীয় মর্যাদা বৃদ্ধি

    মার্কেন্টাইল যুগে জাতীয় মর্যাদার অন্যতম মাপকাঠি ছিল বড়ো সৈন্যদল, নৌবহর এবং বিস্তৃত উপনিবেশ। যুদ্ধে সাফল্য জাতীয় মর্যাদা বৃদ্ধি করে, যা মার্কেন্টাইলবাদের অন্যতম কৃতিত্ব।

    FAQs on – মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো

    মার্কেন্টাইল বাদ বলতে কী বোঝায়?

    মার্কেন্টাইল বাদ হল একটি অর্থনৈতিক নীতি যা কোনো দেশের রপ্তানি সর্বাধিক করার জন্য এবং আমদানি কমানোর জন্য বলা হয়।

    মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন?

    অ্যাডাম স্মিথ তাঁর ‘The Wealth of Nations’ গ্রন্থে সর্বপ্রথম অবজ্ঞাভরে মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেছেন।

    মার্কেন্টাইল বাদ কি এর বৈশিষ্ট্য?

    মার্কেন্টাইল বাদে মূলত বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখার জন্য রপ্তানি বাড়িয়ে আমদানি কমানাের কথা বলা হয়।

    Leave a Comment