মাছের গমন কৌশল ব্যাখ্যা করো। মাছের গমনে পটকার ভূমিকা কী?

মাছের গমন কৌশল ব্যাখ্যা করো। মাছের গমনে পটকার ভূমিকা কী
মাছের গমন কৌশল ব্যাখ্যা করো। মাছের গমনে পটকার ভূমিকা কী?

মাছের গমন কৌশল

সন্তরণ: মাছ মুখ্যত পাখনা ও মায়োটোম পেশির সঞ্চালন ঘটিয়ে জলে সাঁতার কাটে। মেরুদণ্ডের অস্থিসংলগ্ন মায়োটোম পেশির সংকোচন ও প্রসারণ ঘটিয়ে মেরুদণ্ডকে তথা সমগ্র দেহকে দু-পাশে আন্দোলিত করে। এই আন্দোলন সম্মুখভাগ থেকে পশ্চাদ্দিকে প্রবাহিত হওয়ায় মাছ ক্রমশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বক্ষ পাখনা ও শ্রোণি পাখনার মিলিত প্রয়াসে মাছ জলের নীচে ও ওপরে ওঠা-নামা করতে পারে আবার জলের যে-কোনো তলে স্থিরভাবে ভেসে থাকতে পারে। পুচ্ছ পাখনার সাহায্যে মাছ গমনের সময় দিক পরিবর্তন করে। লেজ ও পুচ্ছ পাখনাকে ডান দিকে বাঁকিয়ে মাছ বাঁ দিকে ঘোরে আবার বাঁ দিকে বাঁকিয়ে ডান দিকে ঘোরে। অর্থাৎ লেজ সন্তরণকালে নৌকার হালের মতো কাজ করে।

গমনে পটকার ভূমিকা

মাছের পটকা মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে। পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেডগ্রন্থি (red gland) থেকে গ্যাস নির্গত হয়ে পটকার অগ্র প্রকোষ্ঠ স্ফীত হয়, তখন মাছ জলে ভেসে উঠে। ওই গ্যাস পশ্চাদ্ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া (retia merabilia) নামক রক্তজালকে শোষিত হলে পটকা চুপসে যায় তখন মাছ জলে ডুবে যায়।

Leave a Comment