মাইটোসিস কাকে বলে? মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো

মাইটোসিস কাকে বলে? মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো
মাইটোসিস কাকে বলে? মাইটোসিসের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

সংজ্ঞা

যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সমআকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোমসহ দুটি অপত্য কোশ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে।

বৈশিষ্ট্য

1. মাইটোসিস কোশ বিভাজনে একটি জনিত কোশ থেকে দুটি অপত্য কোশ সৃষ্টি হয়।

2. এই প্রকার কোশ বিভাজনে মাতৃকোশ এবং অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই কারণে মাইটোসিসকে সদৃশ বিভাজন বলে।

3. এই প্রকার কোশ বিভাজনে প্রথমে নিউক্লিয়াসটি চারটি দশার মাধ্যমে (প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ) বিভাজিত হয়। পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে।

4. এই প্রকার কোশ বিভাজনের প্রধান তাৎপর্য হল জীবদেহের বৃদ্ধি ঘটানো।

Leave a Comment