ভূগোল এবং জীববিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখার নাম লেখো। জীববিদ্যায় এই শাখার গুরুত্ব কী

ভূগোল এবং জীববিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখার নাম লেখো। জীববিদ্যায় এই শাখার গুরুত্ব কী
ভূগোল এবং জীববিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখার নাম লেখো। জীববিদ্যায় এই শাখার গুরুত্ব কী?
ভূগোল এবং জীববিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞান শাখাকে বলা হয় বায়োজিওগ্রাফি (Biogeography)।

গুরুত্ব: জীবজগতে বিভিন্ন জীব বিভিন্ন ভৌগোলিক পরিবেশে বাস করে। ভৌগোলিক জীববিদ্যা বা বায়োজিওগ্রাফির সাহায্যে আমরা বিভিন্ন জীবের ভৌগোলিক অবস্থান ও সেই পরিবেশের সঙ্গে জীরের আন্তঃসম্পর্ক সম্বন্ধে ধারণা লাভ করতে পারি।

Leave a Comment