ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো
![]() |
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। |
ভূমিকা
বিগ ফোর
ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য
① ইউরোপকে পুনর্গঠনের মাধ্যমে নেপোলিয়ানের ক্ষমতা লাভের পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া।
② ইউরোপের পুনরুজ্জীবনের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
③ ফ্রান্স যাতে আর ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা করা।
④ নেপোলিয়ানের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে ক্ষতিপূরণ দেওয়া।
⑤ ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজ্যগুলিকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা।
⑥ ইটালি, জার্মানি, পোল্যান্ড প্রভৃতি দেশের ভবিষ্যৎ ঠিক করা।
ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য ছিল সুদূরপ্রসারী। প্রকৃতপক্ষে, এই সম্মেলনে ফরাসি বিপ্লব সৃষ্ট গণতন্ত্র, জাতীয়তাবাদ, উদারনৈতিক ভাবধারার অবসান ঘটিয়ে পুরাতন রাজতান্ত্রিক আদর্শের পুনঃপ্রতিষ্ঠা করা ছিল প্রধান উদ্দেশ্য।
ভিয়েনা সম্মেলনের নীতি
① ন্যায্য অধিকার নীতি (Principle of Legitimacy),
② ক্ষতিপূরণ নীতি (Principle of compensation) এবং
③ শক্তিসাম্য নীতি (Principle of Balance of Power)।