ভার্সাই সন্ধির মূলনীতি বর্ণনা করো। |
ভূমিকা
1918 খ্রিস্টাব্দের 11 নভেম্বর বিজয়ী মিত্রপক্ষের কাছে অক্ষশক্তি আত্মসমর্পণ করে। এরপর মিত্রপক্ষ ও জার্মানির মধ্যে 1919 খ্রিস্টাব্দের 28 জুন ভার্সাইয়ের রাজপ্রাসাদে একটি সন্ধি স্বাক্ষরিত হয়। এটি ভার্সাই সন্ধি নামে পরিচিত। ভার্সাই সন্ধির শর্তাবলিতে কয়েকটি নীতি অনুসৃত হয়। নীচে সেগুলি উল্লেখ করা হল।
ভার্সাই সন্ধির মূলনীতি
① প্রথম বিশ্বযুদ্ধের জন্য একমাত্র জার্মানিকেই দোষী করা হয়।
② ভবিষ্যতে জার্মানি যাতে বিশ্বশান্তি বিঘ্নিত করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়।
③ এর শর্তাবলিতে ইউরোপে শক্তিসাম্য নীতি বজায় রাখার কথাও বলা হয়।
④ ভবিষ্যতে জার্মানির আক্রমণ থেকে ফ্রান্সকে নিরাপত্তা দানের ব্যবস্থা করা হয়।
⑤ বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের উল্লেখ করা হয়।