ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়

ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় – আজকের পর্বে ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় তা আলোচনা করা হল।

    ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়

    ভার্সাই চুক্তিকে 'জবরদস্তিমূলক চুক্তি' কেন বলা হয়ে থাকে
    ভার্সাই চুক্তিকে ‘জবরদস্তিমূলক চুক্তি’ কেন বলা হয়ে থাকে?

    ভূমিকা

    প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটার পর ফ্রান্সের ভার্সাই শহরে মিত্রপক্ষভুক্ত দেশগুলি যে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল তাকেই ‘ভার্সাই চুক্তি’ রূপে অভিহিত করা হয়। বিশ্বযুদ্ধে পরাজিত দেশ জার্মানির জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই চুক্তিকে ‘জবরদস্তিমূলক চুক্তি’ বলে অভিহিত করেছেন।

    ভার্সাই চুক্তিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলার কারণ

    ① জার্মানিকে অবজ্ঞা

    এই চুক্তি প্রসঙ্গে মিত্রপক্ষভুক্ত দেশগুলি জার্মানির সঙ্গে আগাম কোনোরূপ আলোচনা করেনি। এর পাশাপাশি এই চুক্তির সময় ভার্সাইতে উপস্থিত জার্মান প্রতিনিধিদের দুর্ব্যবহার করা হয়েছিল।

    ② জার্মানিকে ভীতি প্রদর্শন

    জার্মানি ভার্সাই চুক্তির খসড়া প্রসঙ্গে আপত্তি জানালে সামান্য পরিবর্তন করে মিত্রপক্ষ সেটিকে তাদের (জার্মানি) গ্রহণ করতে বাধ্য করে। শুধু তাই নয়, এই চুক্তি জার্মানি গ্রহণ না করলে তাকে ফের আক্রমণ করার ভয় দেখানো হয়।

    ③ জার্মানির শক্তিক্ষয়

    এই চুক্তির মধ্য দিয়ে জার্মানিকে বিভক্ত করে তাকে দুর্বল করে দেওয়া হয়। জার্মানির ওপর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ আরোপ করা হয়। এর পাশাপাশি তাদের সামরিক শক্তিও উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হয়।

    Leave a Comment