ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো

ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো
ভারতে নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি লেখো।
জীবনধারণের উপযোগী অনুকূল পরিবেশে জনসমাবেশের ফলে শহর বা নগর গড়ে ওঠে। নিম্নলিখিত প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি কারণের ওপর ভিত্তি করে শহর বা নগরবসতির বিকাশ ঘটে। 

শহর গড়ে ওঠার প্রাকৃতিক কারণ

অবস্থানগত কারণ: কখনো-কখনো কোনো স্থানের অবস্থানগত অনুকূল পরিবেশ সেই স্থানকে শহরে পরিণত করে। যেমন- সমুদ্র উপকূলের মনোরম পরিবেশে অবস্থানের জন্য দিঘা শহরে পরিণত হয়েছে। 
বন্দরগত অবস্থান: সমুদ্র উপকূলবর্তী অবস্থানের কারণে কোনো কোনো স্থানে প্রাকৃতিক বন্দর গড়ে ওঠে। এই বন্দরকে কেন্দ্র করে ওই স্থান শহর বা নগরে পরিণত হয়। যেমন- মুম্বাই, বিশাখাপত্তনম প্রভৃতি। 
দৃশ্যগত কারণ: নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের কারণে বিভিন্ন স্থানে পর্যটন শিল্পের বিকাশ ঘটে। এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে ওই সকল স্থানে শহর গড়ে ওঠে। যেমন- শ্রীনগর, কুলু, মানালি, উটি প্রভৃতি।

শহর গড়ে ওঠার অর্থনৈতিক কারণ

শিল্প: অনেক সময় শিল্পকে কেন্দ্র করে নতুন শহর বা নগরের জন্ম হয়। যেমন- জামশেদপুর, দুর্গাপুর প্রভৃতি। ও বাণিজ্যিক ক্রিয়াকলাপ: বাজার বা বাণিজ্যকেন্দ্রের ওপরে ভিত্তি করে শহর বা নগর বসতির উন্মেষ ঘটে। যেমন-কলকাতা, এলাহাবাদ, C মুম্বাই, চেন্নাই প্রভৃতি।

শহর গড়ে ওঠার সাংস্কৃতিক কারণ

ধর্ম: কোনো ধর্মীয় স্থান বা তীর্থস্থানকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম ঘটে। ফলে, এই স্থানগুলি ক্রমশ শহরে পরিণত হয়। যেমন- পুরী, বারাণসী, গয়া, বৃন্দাবন, নবদ্বীপ প্রভৃতি। 
শিক্ষা: অনেক সময় উচ্চ শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। যেমন- শান্তিনিকেতন, নালন্দা প্রভৃতি।

শহর গড়ে ওঠার অন্যান্য কারণ

প্রশাসনিক ক্রিয়াকলাপ: প্রশাসনিক কাজকর্মের সুবিধাযুক্ত স্থানে রাজধানী শহর, জেলা শহর, মহকুমা শহর ইত্যাদি গড়ে ওঠে। যেমন- দিল্লি, চন্ডিগড়, ভুবনেশ্বর প্রভৃতি। 
সামরিক ক্রিয়াকলাপ: সামরিক ক্রিয়াকলাপ ও সেনাবাহিনীর প্রয়োজনে শিল্প, উন্নত পরিবহণ ব্যবস্থা প্রভৃতির বিকাশের ফলে শহরের জন্ম হয়। যেমন- পাঁচমারি, ব্যারাকপুর, গোয়ালিয়র প্রভৃতি। 
ঐতিহাসিক কারণ: ঐতিহাসিক ঐতিহ্য, নিদর্শন ও স্থাপত্যকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে। যেমন- আগ্রা, লখনউ, মহীশূর প্রভৃতি। 
পরিব্রাজন: পার্শ্ববর্তী অঞ্চল বা দেশ থেকে বহু মানুষ বা শরণার্থীদের আগমনে জনসংখ্যার চাপ বেড়ে গেলে কোনো স্থান শহর বা নগরে পরিণত হয়। যেমন- সল্টলেক।

Leave a Comment