ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল
ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? |
ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব
ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের ইতিবাচক ও নেতিবাচক -দুরকম প্রভাবই দেখা দিয়েছিল।
ইতিবাচক প্রভাব
প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের কলকারখানাগুলি যুদ্ধ সহায়ক পণ্য উৎপাদনে ব্যস্ত ছিল। এই সুযোগে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বাজার দখল করলে বস্ত্র, পাট, লৌহ-ইস্পাত ও অন্যান্য শিল্পে ভারতীয় পুঁজির বিকাশ ঘটে এবং জাতীয় আয় বৃদ্ধি পায়।
নেতিবাচক প্রভাব
(ক) দ্রব্যমূল্য বৃদ্ধি
যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, আমদানি হ্রাস প্রভৃতির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়।
(খ) খাদ্যসংকট ও খাদ্য দাঙ্গা
ভারতীয় সৈন্যদের নিয়মিত খাদ্য জোগান দেওয়ার প্রয়োজনে প্রচুর পরিমাণে খাদ্যশস্য বিদেশে পাঠানো হতে থাকে। ফলে সারাদেশে এক কৃত্রিম খাদ্যসংকটের সৃষ্টি হয়। খাদ্যের অভাবে বিভিন্ন গ্রাম ও শহরে মানুষ খাদ্যশস্য লুঠ করতে থাকলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।
(গ) বেকারত্ব বৃদ্ধি
কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় শিল্পশ্রমিকদের কিছু অংশ বেকারে পরিণত হয়। শহরগুলিতে কারখানার মালিকরা বাড়তি শ্রমিকের ছাঁটাই করতে শুরু করলে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলে।
(ঘ) সরকারি ঋণভার বৃদ্ধি
ব্রিটিশ সরকার ইউরোপীয় দেশগুলি থেকে এসময় প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করার ফলে ভারতের জাতীয় ঋণের পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি পায়।
(ঙ) কৃষকদের উপর প্রভাব
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ভারতীয় কৃষকদের সর্বাধিক প্রভাবিত করেছিল ও তারা প্রবল ক্ষতির সম্মুখীন হয়।
- যুদ্ধের সময় প্রাকৃতিক কারণে বিভিন্ন খাদ্য উৎপাদকঅঞ্চলে শস্যহানি ঘটায় অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মজুতদারি ও কালোবাজারি শুরু করে -যা কৃষক শ্রেণিকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
- দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যেও ব্রিটিশ সরকার কৃষকদের উপর করের বোঝা বাড়িয়ে দেয়। বাড়তি কর আদায়ের জন্য তাদের উপর অত্যাচার চলতে থাকে। এর ফলে কৃষকরা আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়ে।
আরও পড়ুন – স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো