ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ক্ষেত্রে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ভূমিকা আলোচনা করো

ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ক্ষেত্রে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ভূমিকা আলোচনা করো

ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ক্ষেত্রে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ভূমিকা আলোচনা করো
ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারের ক্ষেত্রে লর্ড ডালহৌসির স্বত্ববিলোপ নীতির ভূমিকা আলোচনা করো।

স্বত্ববিলোপ নীতি

স্বত্ববিলোপ নীতি ছিল লর্ড ডালহৌসির সকলপ্রকার সাম্রাজ্যবাদী নীতি ও কৌশলগুলির মধ্যে সবচেয়ে অভিনব। এই নীতি কার্যকর করতে গিয়ে তিনি দেশীয় হিন্দু রাজ্যগুলিকে তিন ভাগে ভাগ করেন, যেমন- কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য, কোম্পানির আশ্রিত করদ রাজ্য এবং স্বাধীন দেশীয় রাজ্য।

স্বত্ববিলোপ নীতির শর্তাবলি

এই নীতির প্রধান শর্তগুলি হল-

  • কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে সেই রাজ্যটি কোম্পানি দখল করবে।
  • কোম্পানির অনুমতিক্রমে দেশীয় রাজাদের দত্তক গ্রহণের যে রীতি প্রচলিত ছিল, তা বাতিল করা হয়।
  • কোম্পানির অনুমতি ব্যতীত কোনো রাজা দত্তক গ্রহণ করলে তা নিষিদ্ধ বলে ঘোষিত হয় এবং সেই রাজার সমস্ত সম্পত্তি কোম্পানির অধীনে চলে যায়।
  • স্বাধীন রাজ্যগুলির দত্তক গ্রহণের ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী ছিল না।
  • এ ছাড়াও নিঃসন্তান রাজার পোষ্যপুত্র রাজার মৃত্যুর পরে কোনো প্রকার পদমর্যাদা বা ভাতা পেত না।

স্বত্ববিলোপ নীতির প্রয়োগ

  • ১৮৪৮ খ্রিস্টাব্দে মারাঠা রাজ্যে দত্তকপুত্রের দাবি অগ্রাহ্য করে ইংরেজরা সাতারা দখল করে।
  • ১৮৪৯ খ্রিস্টাব্দে উড়িষ্যার সম্বলপুরের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে এই রাজ্যটি ইংরেজ কর্তৃক অধিকৃত হয়।
  • ১৮৫৩ খ্রিস্টাব্দে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও মারা গেলে তাঁর দত্তকপুত্রের দাবিকে অগ্রাহ্য করে ঝাঁসি ইংরেজরা দখল করে নেয়। ১৮৫৪ খ্রিস্টাব্দে নাগপুরও একই কারণে ইংরেজদের অধিকারভুক্ত হয়। এ ছাড়া এই নীতি অনুসারে লর্ড ডালহৌসি পূর্বতন রাজাদের বৃত্তি, ভাতা ও পদবি লোপ করেছিলেন।

আরও পড়ুন – স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা করো

Leave a Comment