ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন? |
ব্রাহ্মসমাজের দ্বিতীয় বিভাজন
কেশবচন্দ্র সেনের সঙ্গে কিছুদিন পর থেকেই ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের সদস্যদের মতভেদ সৃষ্টি হয়।
কারণ
[1] কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্মসমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন, যা ছিল ব্রাহ্মধর্মের নীতিবিরুদ্ধ।
[2] ব্রাহ্মসমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তাঁর ১৪ বছর বয়সি কন্যা সুনীতিদেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন।
বিভাজন
এর ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মরা বিচ্ছিন্ন হয়ে ১৮৭৮ খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্মসমাজ স্থাপন করেন। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মদের নাম হয় নববিধান ব্রাহ্মসমাজ।