ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন

ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন – আজকের পর্বে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন তা আলোচনা করা হল।

    ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন

    ভারতকে 'ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন' বলা হয় কেন
    ভারতকে ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’ বলা হয় কেন?

    ভূমিকা

    ভারত ছিল অন্যতম ব্রিটিশ উপনিবেশ। অষ্টাদশ শতাব্দীর শেষদিক থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ব্রিটিশ প্রশাসন ভারতের আর্থসম্পদকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে থাকে।

    ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’ বলার কারণ

    নানা কারণে ভারতকে ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। যেমন: ① 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা হত। ② ব্রিটেনে উৎপন্ন পণ্যসামগ্রীর বাজার ছিল ভারত। একটি হিসেব অনুযায়ী 1914 খ্রিস্টাব্দে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে প্রস্তুত 85% সুতির কাপড় ভারতে বিক্রি হত। ভারতে রেলপথ ও রেলগাড়ি তৈরির জন্য ব্যবহৃত ও লৌহ-ইস্পাতের 17% ব্রিটেন থেকে আনা হত। ভারতীয় উপনিবেশের শিল্প-বাণিজ্য ব্রিটেনের স্বার্থে পরিচালিত হয়েছিল। ভারত ছিল ব্রিটেনের লাভজনক উপনিবেশ। তাই তাকে ‘ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন’ বলা হত।

    Leave a Comment