ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ-কারণ উল্লেখ করো। |
ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণগুলি হল-
① পাতের চলন: পাতসংস্থান মতবাদ অনুযায়ী, অভিসারী পাতসীমান্তে দুটি মহাদেশীয় পাতের চলনে সংঘর্ষ হয়। ফলে, ওই পাতসীমান্তে সৃষ্ট ভঙ্গিল পর্বতে ভূকম্পন হয়।
② উত্থান: পাত সঞ্চরণের ফলে ভাঁজপ্রাপ্ত পাললিক শিলার ক্রমশ উত্থানের সময়ও ভূমিকম্প হয়।
③ ধস: সুউচ্চ ভঙ্গিল পর্বতের কোনো অংশের শিলাস্তরে আকস্মিকভাবে ধস নামলে, তার প্রভাবেও ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়।