ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে লেখো

ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে লেখো – আজকের পর্বে ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে আলোচনা করা হল।

    ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে লেখো

    ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে লেখো
    ব্রিটিশ আমলে ভারতীয় শিল্পের অবক্ষয়ের কারণ সংক্ষেপে লেখো

    ভূমিকা

    ভারতে ব্রিটিশরা আধিপত্য কায়েম করার আগে এই দেশ শিল্পের ক্ষেত্রে সমৃদ্ধশালী ছিল। কিন্তু ব্রিটিশদের আগমনের ফলে সেই সমৃদ্ধি নষ্ট হয়ে যায়। এর বিভিন্ন কারণ হল-

    ① ইংল্যান্ডে শিল্পবিপ্লবের প্রভাব

    ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে সেখানে প্রয়োজনের অতিরিক্ত শিল্পদ্রব্য উৎপাদন হতে থাকে। সেই অতিরিক্ত দ্রব্যের একটি বড়ো অংশ ভারতের বাজারে বিক্রির জন্য চলে আসে। দামে কম হওয়ায় ওই সমস্ত ব্রিটিশ পণ্যের প্রতি ভারতীয়রা আকৃষ্ট হতে শুরু করে। ফলে এদেশের পণ্যের বিক্রি কমে যায়।

    ② আইনি বিধিনিষেধ

    আইনি বিধিনিষেধ দ্বারা ব্রিটিশ সরকার ভারতীয় শিল্পের প্রসারকে রুদ্ধ করে দিয়েছিল। এক্ষেত্রে উল্লেখ করতে হয় বাংলার রেশম বস্ত্র এবং ভারতীয় সুতিবস্ত্রের কথা। ইংল্যান্ডে ভারতীয় সুতিবস্ত্রের আমদানির ওপর শুল্কের পরিমাণ অত্যধিক বৃদ্ধি পায়। ফলে এদেশ থেকে সুতিবস্ত্র ইংল্যান্ড রপ্তানি করতে ভারতীয় বণিকরা আগ্রহ হারায়।

    ③ কাঁচামালের লাগামহীন রপ্তানি

    ব্রিটিশ আমলে ভারত থেকে শিল্পের উপযুক্ত কাঁচামাল লাগামহীনভাবে ইংল্যান্ডে রপ্তানি হতে থাকে। ফলে ইংল্যান্ড ভারত থেকে রপ্তানিকৃত প্রচুর কাঁচামালের জোগান পেয়ে শিল্পদ্রব্য উৎপাদনে উৎসাহী হয়ে ওঠে। কিন্তু ভারতে শিল্পদ্রব্য প্রস্তুতিতে কাঁচামালের চাহিদার সঙ্গে জোগানের সমতা নষ্ট হয়।

    ④ শুল্কনীতির বৈষম্য

    ইংল্যান্ড থেকে ভারতে আমদানিকৃত অধিকাংশ দ্রব্যের শুল্ক ছিল খুব কম। অন্যদিকে ভারতে প্রস্তুত অধিকাংশ দ্রব্যের শুল্কের হার ছিল অনেক বেশি। এক্ষেত্রে সুতিবস্ত্র হল আদর্শ উদাহরণ। শুল্কনীতির এই বৈষম্যের ফলে ভারতীয় সুতিবস্ত্রের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিক্রিও কমে যায়।

    Leave a Comment