ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো

ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো
ব্রাহ্মসমাজের যে-কোনো দুটি সমাজসংস্কারমূলক কাজের উল্লেখ করো।
রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজ সেযুগে সমাজসংস্কারের ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল।

সংস্কার কর্মসূচি

① ব্রাহ্মসমাজ নারীশিক্ষা ও নারী স্বাধীনতার দাবি জানায়; বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করার দাবি তোলে এবং অসবর্ণ বিবাহ, বিধবাবিবাহ প্রচলনের কথা বলে। 
② জাতিভেদ ও অস্পৃশ্যতা দূরীকরণ, শ্রমিক কল্যাণ ও শিক্ষাপ্রসারের চেষ্টা করেন ব্রাহ্মরা। তাঁদের চেষ্টা অনেকাংশে সফল হয়েছিল।

Leave a Comment