বিদার অগ্ন্যুদ্গম বলতে কী বোঝ

বিদার অগ্ন্যুদ্গম বলতে কী বোঝ
বিদার অগ্ন্যুদ্গম বলতে কী বোঝ?
ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান বরাবর উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা নিঃশব্দে কোনোরকম বিস্ফোরণ না ঘটিয়ে লাভা বেরিয়ে আসে। এই প্রকার অগ্ন্যুদ্গমকে বিদার অগ্ন্যুদ্গম বা ফিসার অগ্ন্যুৎপাত বলে। ভূমিরূপ গঠন: বিদার অগ্ন্যুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চল লাভা দ্বারা আবৃত হলে মালভূমি বা লাভা সমভূমি সৃষ্টি করে। 

উদাহরণ- ভারতের দাক্ষিণাত্য মালভূমি এরূপ অগ্ন্যুদ্গমের ফলে সৃষ্টি হয়েছে।

Leave a Comment