বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো

বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো
বামাবোধিনী সভার দুটি উদ্দেশ্য লেখো।

উনিশ শতকে নারীশিক্ষার উদ্দেশ্যে গঠিত বাংলার উল্লেখযোগ্য সমিতিগুলির মধ্যে অন্যতম ছিল বামাবোধিনী সভা। ১৮৬৩ খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্তের সুযোগ্য সহযোগিতায় বসন্তকুমার ঘোষ, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখের মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে বামাবোধিনী সভা।

বামাবোধিনী সভার উদ্দেশ্যসমূহ

শিক্ষা ও সচেতনতার প্রসার: বামাবোধিনী সভার প্রধান উদ্দেশ্য ছিল বামা অর্থাৎ নারীদের মধ্যে শিক্ষা ও সচেতনতার প্রসার ঘটানো। নারীসমাজকে শিক্ষিত করার উদ্দেশ্যে বামাবোধিনী সভার উদ্যোগে বাংলায় প্রায় ৩৫টি বালিকা বিদ্যালয় তৈরি হয়।

কুসংস্কার দূরীকরণ:
নারীদের মন থেকে কুসংস্কার দূর করা ও সঠিক জ্ঞান প্রদান করাও ছিল এই সভার অন্যতম উদ্দেশ্য।

Leave a Comment