বামাবোধিনী পত্রিকার জনপ্রিয়তার কারণ কী? |
১৮৬৩ খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত কর্তৃক প্রকাশিত বামাবোধিনী পত্রিকা হল নারীদের জন্য বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা যা বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।
বামাবোধিনী পত্রিকার জনপ্রিয়তার কারণ
[1] নারীকেন্দ্রিক : বামাবোধিনী পত্রিকাটি ছিল সম্পূর্ণ নারী বিষয়ক। এখানে নারীর সার্বিক কল্যাণসাধনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল।
[2] নারীশিক্ষায় গুরুত্ব প্রদান : নারীকল্যাণের প্রথম পদক্ষেপ নারীশিক্ষার উপর এই পত্রিকায় জোর দেওয়া হয়। ফলে পত্রিকাটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে।