বলকান সংকটের কারণ কী ছিল

বলকান সংকটের কারণ কী ছিল – আজকের পর্বে বলকান সংকটের কারণ কী ছিল তা আলোচনা করা হল।

    বলকান সংকটের কারণ কী ছিল

    বলকান সংকটের কারণ কী ছিল
    বলকান সংকটের কারণ কী ছিল?

    বলকান অঞ্চল

    পূর্ব ইউরোপের ইজিয়ান সাগর এবং দানিয়ুব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলটিকে বলকান অঞ্চল বলা হয়।

    বলকান সংকট

    পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বলকান অঞ্চলে তুর্কি মুসলিমদের প্রাধান্য ছিল। কিন্তু পরবর্তীকালে এই অঞ্চল দখলের জন্য ইউরোপীয় শক্তিগুলি আগমনের ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই ঘটনা বলকান সংকট নামে পরিচিত। নিম্নোক্ত কারণে এই সংকট সৃষ্টি হয়।

    ① তুরস্কের দুর্বলতার সুযোগে বলকান অঞ্চলে আধিপত্য স্থাপন করে রাশিয়া। পরে একই উদ্দেশ্যে সেখানে অস্ট্রিয়া প্রবেশ করলে বলকান অঞ্চলে রাশিয়া ও অস্ট্রিয়ার বিরোধ সৃষ্টি হয়।

    ② বলকান অঞ্চলে স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া, হার্জেগোভিনা রাজ্য দুটি অস্ট্রিয়া দখল করে। এই কারণে স্লাভ জনগণ আন্দোলন শুরু করলে সার্বিয়া তাতে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। ফলে অস্ট্রিয়া ও সার্বিয়ার বিরোধ দেখা দেয়।

    ③ সার্বিয়ার নেতৃত্বে বলকান অঞ্চলের স্লাভ জাতি ‘বলকান লিগ’ গঠন করে। এরপর তারা গুপ্ত সমিতি গঠনের পাশাপাশি গুপ্ত হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা লাভে প্রয়াসী হয়।

    উপরোক্ত কারণগুলির জন্য বলকান অঞ্চলকে কেন্দ্র করে সংকট দেখা দেয়।

    Leave a Comment