বয়সন্ধি দশা নিচের কোন্ কোন্ ক্ষেত্রগুলিতে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়

বয়সন্ধি দশা নিচের কোন্ কোন্ ক্ষেত্রগুলিতে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়
বয়সন্ধি দশা নিচের কোন্ কোন্ ক্ষেত্রগুলিতে কী কী পরিবর্তন লক্ষ্য করা যায়
জনন অঙ্গ গৌণ যৌন বৈশিষ্ট্য প্রোটিন সংশ্লেষণের ফলে পরিণতি প্রাপ্তি ঘটে এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। 

• গৌণ যৌন বৈশিষ্ট্য: গৌণ যৌন লক্ষণ বয়সন্ধিকালে প্রকাশিত হয়।

• মানসিক বৈশিষ্ট্য:
বয়সন্ধিকালে মস্তিষ্কের বিকাশ ঘটে, বুদ্ধির – বিকাশ ঘটে অর্থাৎ মানসিক বিকাশ পরিপূর্ণ হয়।

• প্রোটিন সংশ্লেষণ: প্রোটিন সংশ্লেষণের ফলে বুক পা কাঁধ প্রভৃতি স্থানে পেশির বৃদ্ধি ঘটে ফলে পেশিবহুল হয়।

Leave a Comment