ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো

ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো – আজকের পর্বে ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল।

    ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো

    ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো
    ফ্যাক্টরি প্রথা সম্পর্কে সংক্ষেপে লেখো।

    ভূমিকা

    অষ্টাদশ শতাব্দীর শেষ পর্বে ইংল্যান্ডে ও পরে ইউরোপের অন্যান্য দেশে শিল্পবিপ্লব ঘটে। এই শিল্পায়নের ফলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে।

    পটভূমি

    শিল্পবিপ্লবের আগে গ্রামীণ কুটিরশিল্পই ছিল প্রধান। অনেক ক্ষেত্রে মাত্র একজন কারিগর কুটিরশিল্প সামাল দিতেন। কিন্তু শিল্পবিপ্লবের ফলে শহরগুলিতে বড়ো বড়ো ফ্যাক্টরি বা কলকারখানা গড়ে ওঠে। এগুলিতে গ্রামাঞ্চলের বহু মানুষ শ্রমিকের কাজে যুক্ত হলে ফ্যাক্টরি প্রথার উদ্ভব ঘটে।

    দক্ষ শ্রমিক

    ফ্যাক্টরি প্রথায় শ্রমিকের কাজের মানের ওপর নির্ভর করে কাজে যুক্ত করা হয়। কাজের ভাগ করে দেওয়ায় শ্রমবিভাজন ঘটে। একই কাজে যুক্ত শ্রমিকদের একটা অংশ দক্ষ শ্রমিকে পরিণত হয়। ফলে শিল্পোৎপাদনের মান উন্নত হয় এবং উৎপাদন গতিশীল হয়।

    ফ্যাক্টরি আইন

    ফ্যাক্টরি প্রথার ফলে কলকারখানার মালিকরা শ্রমিকদের ওপর শোষণ ও অত্যাচার চালাতে থাকে। এর বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ চালাতে থাকে। তারা আন্দোলনে শামিল হয়। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শ্রমিক কল্যাণমূলক ফ্যাক্টরি আইন চালু হয়।

    Leave a Comment