ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব লেখো। |
ভূমিকা
① ফ্রান্সে প্রভাব: (i) ফ্রান্সে রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। (ii) বুর্জোয়াদের ক্ষমতা খর্ব হয় এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। (iii) দেশে ভোটাধিকার, জন কল্যাণকামী শাসন, আইনসভা প্রবর্তিত হয়। (iv) ফ্রান্সে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়।
② জার্মানিতে প্রভাব: (i) জার্মানির প্রাশিয়া, ব্রান্সউইকসহ বিভিন্ন জায়গায় উদারতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে যায়। (ii) জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট অনুষ্ঠিত হয় (iii) জার্মানির ঐক্য আন্দোলনের সূত্রপাত ঘটে।
③ ইটালিতে প্রভাব: (i) জার্মানির মতো ইটালির সিসিলি, নেপলসসহ বিভিন্ন জায়গায় উদারতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়। (ii) পোপের রাজ্য ও ভেনিসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। (iii) পিডমন্ট-সার্ডিনিয়ায় উদারনৈতিক সংবিধান চালু হয়।
④ ডেনমার্কে প্রভাব : (i) ডেনমার্কে উদারতান্ত্রিক আন্দোলনের সূচনা হয়। (ii) ডেনমার্কের রাজা সপ্তম ফ্রেডারিক সংবিধান সভার অধিবেশন ডাকতে বাধ্য হন।
⑤ অস্ট্রিয়া ও অন্য দেশে প্রভাব : (i) লুই কসুথের নেতৃত্বে হাঙ্গেরিতে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। (ii) বোহেমিয়াতে চেক ও শ্লাভরা তাদের দাবি আদায়ে তৎপর হয়ে ওঠে। (iii) মেটারনিকতন্ত্রের পতন ঘটে। ফলে মেটারনিক পালিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন। (iv) অস্ট্রিয়ায় উদার সংবিধান প্রবর্তিত হয়।