প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি সম্পর্কে যা জানো তা লেখো

প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি সম্পর্কে যা জানো তা লেখো – আজকের পর্বে প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি সম্পর্কে আলোচনা করা হল।

    প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি

    প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি সম্পর্কে যা জানো তা লেখো
    প্লমবিয়ার্সের চুক্তির শর্তাবলি সম্পর্কে যা জানো তা লেখো।

    ভূমিকা

    ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান ও পিডমন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যাভুরের মধ্যে 1858 খ্রিস্টাব্দে 12 জুলাই প্লমবিয়ার্সে যে গোপন চুক্তিটি স্বাক্ষরিত হয় তাতে বেশ কিছু শর্ত রাখা হয়। ওই চুক্তির শর্তগুলি হল-

    (ক) ফ্রান্সের সাহায্য দান

    ঠিক হয় যে, ফ্রান্স অস্ট্রিয়ার বিরুদ্ধে ইটালির ঐক্য আন্দোলনে সামরিক ও অপরাপর সমস্ত সাহায্য তখনই দেবে যদি আক্রমণটি প্রথমে অস্ট্রিয়ার দিক থেকে আসে।

    (খ) স্যাভয় ও নিস প্রত্যার্পণ

    ফ্রান্স ইটালির ঐক্য আন্দোলনে সাহায্যের বিনিময় স্যাভয় ও নিস অঞ্চলের অধিকার পাবে।

    (গ) ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ানের দায়িত্ব

    পিডমন্ট ও সার্ডিনিয়ার সঙ্গে উত্তর ইটালির লম্বার্ডি ও ভেনেসিয়াকে যুক্ত করার দায়িত্বটি পালন করবেন তৃতীয় নেপোলিয়ান।

    (ঘ) কাউন্ট ক্যাভুরের দায়িত্ব

    অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করার জন্য এক যুক্তিসংগত কারণ বা সুযোগ সৃষ্টি করার দায়িত্ব দেওয়া হয় ক্যাভুরকে।

    (ঙ) পোপের অধিকার

    মধ্য ইটালিতে ঐক্যবদ্ধ রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় টাস্কানি, মডেনা ও পোপের রাজ্যের কিছু অংশ। বাদবাকি অংশে পোপের অধিকার থাকবে। নেপলস ও সিসিলিতে যে ব্যবস্থা চালু আছে সেটি বজায় থাকবে।

    (চ) বৈবাহিক সম্পর্ক

    তৃতীয় নেপোলিয়ানের ভ্রাতুষ্পুত্র জেরোমের সঙ্গে পিডমন্টের রাজা ভিক্টর ইম্যানুয়েলের কন্যা ক্লটিলভের বিবাহ হবে।

    ফলাফল

    প্লমবিয়ার্সের সন্ধির শর্তানুযায়ী ক্যাভুর অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে অস্ট্রিয়াকে যুদ্ধ শুরু করার জন্য প্ররোচিত করেন। অবশেষে 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে। শর্তানুযায়ী ফরাসি বাহিনীও যুদ্ধে যোগদান করে এবং পিডমন্ট-সার্ডিনিয়ার বাহিনীর সঙ্গে মিলিত হয়ে ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে। অবশেষে লম্বার্ডি ও মিলান ইটালির সঙ্গে যুক্ত হয়।

    Leave a Comment