প্রাণীরা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয়? স্নায়বিক পথের রেখাচিত্র অঙ্কন করো।

প্রাণীরা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয়? স্নায়বিক পথের রেখাচিত্র অঙ্কন করো
প্রাণীরা কীভাবে উদ্দীপনায় সাড়া দেয়? স্নায়বিক পথের রেখাচিত্র অঙ্কন করো।

প্রাণীর উদ্দীপনায় সাড়া দেওয়া

সকল জীবের বৈশিষ্ট্য হল সংবেদনশীলতা (irritability and sensitivity)। প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মারফত উদ্দীপনা (stimulus) গ্রহণ করে। স্নায়ু উদ্দীপনা সংজ্ঞাবহ নিউরোন (sensory neurone) এর সাহায্যে স্নায়বিক কেন্দ্রে (nerve centre-brain) প্রেরিত হয়। স্নায়বিক কেন্দ্রে থেকে সাড়া (response) আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরোন (motor neurone)-এর মাধ্যমে কারকে (effector পেশি বা গ্রন্থি) পৌঁছায়। পেশি বা গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে। গ্রাহক ও কারকের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রে পরিবাহক কোশ- স্নায়ুকোশ বা নিউরোন (neurone) থাকে। নিউরোন হল স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। স্নায়ুকোশ সমগ্র প্রাণীদেহ জুড়ে বিস্তৃত থেকে একটি জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে।

স্নায়বিক পথ (Nervous Pathway)

নীচে স্নায়ু সংবেদ প্রবাহের পথ তির চিহ্নের মাধ্যমে দেখানো হল: উদ্দীপনা গ্রাহক সংজ্ঞাবহ নিউরোন → স্নায়ুকেন্দ্র → আজ্ঞাবহ নিউরোন কারক → সাড়া প্রদান।

উদাহরণ

(i) গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ সরে যায়।

(ii) পায়ে কাঁটা বিঁধলে তৎক্ষণাৎ পা-টি মাটি থেকে সরে যায়।

(iii) চোখে হঠাৎ কোনো তীব্র আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়।

(iv) কোনো বস্তু হঠাৎ কাছে এসে পড়লে আমরা দাঁড়িয়ে পড়ি।

Leave a Comment