প্রবর্ধকের সংখ্যা অনুসারে নিউরোন কতপ্রকারের হয় তা চিত্রের সাহায্যে আলোচনা করো। |
কোশদেহ থেকে উৎপন্ন প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী নিউরোন পাঁচ রকমের হয়, যেমন-
① অ্যাপোলার বা মেরুবিহীন: কোশদেহে যখন প্রবর্ধক থাকে না।
② ইউনিপোলার বা একমেরুবর্তী: কোশদেহে যখন একটিমাত্র প্রবর্ধক অর্থাৎ একটি অ্যাক্সন থাকে।
③ বাইপোলার বা দ্বি-মেরুবর্তী: কোশদেহের দু-দিকে যখন দুটি প্রবর্ধক থাকে অর্থাৎ একদিকে একটি অ্যাক্সন এবং অপরদিকে একটি ডেনড্রন।
④ সিউডো-ইউনিপোলার বা ছদ্ম একমেরুবর্তী: প্রাথমিক অবস্থায় দুটি প্রবর্ধক থাকে, যারা বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরস্পর মিলিত হয়ে একটি প্রবর্ধকে পরিণত হয়।
⑤ মালটিপোলার বা বহুমেরুবর্তী: কোশদেহে যখন একাধিক প্রবর্ধক থাকে, যেমন-একটি অ্যাক্সন এবং অসংখ্য ডেনড্রন বা ডেনড্রাইট।