প্রবর্ধকের সংখ্যা অনুসারে নিউরোন কতপ্রকারের হয় তা চিত্রের সাহায্যে আলোচনা করো

প্রবর্ধকের সংখ্যা অনুসারে নিউরোন কতপ্রকারের হয় তা চিত্রের সাহায্যে আলোচনা করো
প্রবর্ধকের সংখ্যা অনুসারে নিউরোন কতপ্রকারের হয় তা চিত্রের সাহায্যে আলোচনা করো। 
কোশদেহ থেকে উৎপন্ন প্রবর্ধকের সংখ্যা অনুযায়ী নিউরোন পাঁচ রকমের হয়, যেমন-

① অ্যাপোলার বা মেরুবিহীন: কোশদেহে যখন প্রবর্ধক থাকে না।

② ইউনিপোলার বা একমেরুবর্তী: কোশদেহে যখন একটিমাত্র প্রবর্ধক অর্থাৎ একটি অ্যাক্সন থাকে।

③ বাইপোলার বা দ্বি-মেরুবর্তী: কোশদেহের দু-দিকে যখন দুটি প্রবর্ধক থাকে অর্থাৎ একদিকে একটি অ্যাক্সন এবং অপরদিকে একটি ডেনড্রন।

④ সিউডো-ইউনিপোলার বা ছদ্ম একমেরুবর্তী: প্রাথমিক অবস্থায় দুটি প্রবর্ধক থাকে, যারা বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরস্পর মিলিত হয়ে একটি প্রবর্ধকে পরিণত হয়।

⑤ মালটিপোলার বা বহুমেরুবর্তী: কোশদেহে যখন একাধিক প্রবর্ধক থাকে, যেমন-একটি অ্যাক্সন এবং অসংখ্য ডেনড্রন বা ডেনড্রাইট।

Leave a Comment