প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখো – আজকের পর্বে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করা হল।
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ লেখো। |
সেরাজেভো হত্যাকাণ্ড
1914 খ্রিস্টাব্দের 28 জুন বসনিয়া ভ্রমণকারী অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভোতে ভ্রমণরত অবস্থায় ‘ব্ল্যাক হ্যান্ড’ নামক গোষ্ঠীর জনৈক সদস্য গ্যাভরিলো প্রিন্সেপের হাতে নিহত হলে | ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
চরমপত্র প্রেরণ
সেরাজেভো হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া স্লাভ-জাতি অধ্যুষিত সার্বিয়াকে অভিযুক্ত করে 23 জুলাই এক চরমপত্র প্রেরণ করে।
বেলগ্রেড আক্রমণ
অস্ট্রিয়ার চরমপত্রের অধিকাংশ দাবি সার্বিয়া মেনে নিলেও তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে এরূপ দাবি মানতে অস্বীকার করে। এই অজুহাতে অস্ট্রিয়া 1914 খ্রিস্টাব্দের 28 জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে। ফলে শুরু হয় অস্ট্রো-সার্ব যুদ্ধ। এই সূত্র ধরে ক্রমশ অন্যান্য শক্তিগুলি যুদ্ধে জড়িয়ে পড়লে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।